ডাকসুতে পুনঃভোটের দাবি
ভিসির কার্যালয়ে ৫ প্যানেলের অবস্থান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৩০ পিএম, ১৩ মার্চ ২০১৯ বুধবার | আপডেট: ০৩:৪১ পিএম, ১৩ মার্চ ২০১৯ বুধবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জন করে পুনরায় নির্বাচনের জন্য তফসিল ঘোষণার দাবিতে উপাচার্যের (ভিসি) কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে নির্বাচনে অংশ নেওয়া পাঁচটি প্যানেল।
প্যানেলগুলো হলো- কোটা সংস্কার আন্দোলনকারীদের জোট, বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, স্বতন্ত্র জোট সমর্থিত, ছাত্র ফেডারেশন সমর্থিত প্যানেল।
এর আগে বুধবার ক্যম্পাসের রাজু ভাস্কর্য থেকে প্যানেলগুলোর নেতাদের নেতৃত্বে একটি মিছিল বের করে। এরপর ঢাবি ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
পরে নুর, লিটন নন্দী, উম্মে হাবিবা বেনজির, অরণী সেমন্তী খান, ফারুক খানসহ বিভিন্ন প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রায় ১১ জন উপাচার্য কার্যালয়ে যান। সেখানে তারা উপাচার্যের হাতে স্মারকলিপি তুলে দেবেন।
এমএইচ/