ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

গাজীপুরের কাপাসিয়ায় বাড়ছে কলা চাষ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩ এএম, ১৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ১০:৪৬ এএম, ১৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

গাজীপুরের কাপাসিয়াতে কলা আবাদ করে স্বাবলম্বী অনেকে। এখানকার সাগর ও চম্পা কলার চাহিদা দেশজুড়ে। অন্য ফসলের তুলনায় কলা চাষ লাভজনক হওয়ায় বাড়ছে আবাদ।

কাপাসিয়ার ১০টি গ্রামে কয়েকবছর ধরে  হচ্ছে কলার আবাদ। প্রধানত সাগর ও চম্পা কলায় বেশি লাভ।  অন্য ফসলের তুলনায় পোকা আক্রমণ ও রোগবালাই কম। তাই বাড়ছে আবাদ।

চলতি মৌসুমে ১৭শ একর জমিতে কলার আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার মেট্রিকটন। এরই মধ্যে কলা চাষে অনেকই হয়েছেন সচ্ছল। ব্যবসায়ীরা বলছেন, অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে বিপণনে সমস্যা হচ্ছে ।

কলার আবাদ সম্প্রসারণসহ কৃষকদের নানাভাবে সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ।

সরকারি বা বেসরকারি পর্যায়ে সহায়তা পেলে কলা চাষের বিস্তৃতি আরো বাড়বে-বলছেন সংশ্লিষ্টরা।

বিস্তারিত দেখতে ক্লিক করুন ভিডিওতে :

এসএ/