‘স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের ফলে সিদ্ধান্ত নিতে শিখবে শিশুরা’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৪৯ পিএম, ১৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের মাধ্যমে সব শিশুরা গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে বেড়ে ওঠবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, এ নির্বাচনের ফলে শিশুরা দায়িত্বশীল হবে ও নিজেদের কাজ নিজেরা করতে শিখবে।
বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাইস্কুলের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন পরিদর্শনে গিয়ে তিনি এ সব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ২০১৫ সাল থেকে ধারাবাহিকভাবে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন হচ্ছে। এই ধারাবাহিকতায় এবারও নির্বাচন হচ্ছে। আমি আশা করি এটি অব্যাহত থাকবে, যে সব স্কুল এর আওতার বাইরে আছে তারাও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে।
মন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফসিউল্লাহ, কালিয়াকৈর থানার নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুর আমিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানাসহ স্থানীয় প্রশাসনের লোকজন।
একে//