কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দামে চাল বিক্রির অভিযোগ করেছে ক্যাব
প্রকাশিত : ০৬:২৪ পিএম, ১২ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ০৬:২৪ পিএম, ১২ অক্টোবর ২০১৬ বুধবার
এক শ্রেনীর অতিমুনাফা লোভী ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দামে চাল বিক্রি করছেন বলে অভিযোগ করেছে কনজ্যুমারস এ্যসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব। অপরদিকে চালের দাম বৃদ্ধি নিয়ে পরষ্পরকে দোষারোপ করছেন ব্যবসায়ীরা। এদিকে চালের পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দিয়েছেন খাদ্যমন্ত্রী।
রাজধানীর খুচরা বাজারে গেলো সপ্তাহের ৩৬ টাকার চাল এখন বিক্রি হচ্ছে ৪০ টাকায়।
এটি দেশের অন্যতম পাইকারী বাজার মোহাম্মদপুর কৃষি মার্কেটের চিত্র। এখানকার বিক্রেতারা বলছেন এক মাস আগে ৫০ কেজি বস্তা চাল ১৪শ টাকায় বিক্রি হতো, আর এখন তা বিক্রি হচ্ছে ১৮ শ টাকারও বেশী।
তবে বাজারে মোটা চালের সংকট রয়েছে বলে জানালেন নওগাঁ ও দিনাজপুরের আড়তদাররা।
হঠাৎ করে চালের দাম বেড়ে যাওয়ায় হতাশ নি¤œ আয়ের মানুষ।
চালের বাজারে কত্রিম সংকটের পেছনে একটি সিন্ডিকেট কাজ করছে মন্তব্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছে কনজ্যুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
এদিকে শিগগিরি চালের দাম কমবে এমন আশ্বাস দিয়ে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানালেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
আগামীতে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ বাড়ানোরও ঘোষনা দিয়েছেন খাদ্যমন্ত্রী।