ভুটানকে হারিয়ে সেমিতে বাংলাদেশের নারীরা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৫১ পিএম, ১৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৫৬ পিএম, ১৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
ভুটানকে ২-০ গোলে হারিয়ে সাফ মহিলা ফুটবলের সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজ দল। গোল দুটো করেছেন অধিনায়ক সাবিনা খাতুন ও সহ-অধিনায়ক মিশরাত জাহান মৌসুমি। যদিও ভুটানের বিপক্ষে বাংলাদেশ একাদশের লক্ষ্য ছিল অন্তত ৪ গোলের জয়, কিন্তু সেই লক্ষ্যপূরণ হয়নি বাংলাদেশের মেয়েদের।
বাংলাদেশের জয়ে ‘এ’ গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত হয়েছে স্বাগতিক নেপালেরও। একটি করে ম্যাচ খেলে দুই দলেরই তিন পয়েন্ট। তবে গোল গড়ে নেপাল (+৩) এগিয়ে আছে বাংলাদেশের (+২) চেয়ে।
তাই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আগামী শনিবার নেপালের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। গ্রুপে দ্বিতীয় হলে সেমিফাইনালে সাবিনা-মারিয়াদের সম্ভাব্য প্রতিপক্ষ চারবারের চ্যাম্পিয়ন ভারত।
নেপালের বিরাটনগরের রঙ্গশালা স্টেডিয়ামে শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ থাকলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি বাংলাদেশ। প্রথম ৪৫ মিনিটে চারটি প্রচেষ্টার মধ্যে সাফল্য আসেনি একটিও।
১৪ মিনিটে ডিফেন্ডার আঁখি খাতুনের ফ্রিকিক চলে যায় গোলকিপারের গ্রিপে। ২৯ মিনিটে আবার হতাশা, কর্নার থেকে বলে পা ছোঁয়াতে পারেননি আঁখি।
৩৫ মিনিটে বক্সের বাইরে থেকে সাবিনার জোরালো শট চলে যায় ক্রসবার উঁচিয়ে। পরের মিনিটে সাবিনারই শট ধরে ফেলেন ভুটানের গোলকিপার। বিরতির আগে তাই হতাশা কাটেনি বাংলাদেশের।
তবে বিরতির পর খেলা শুরু হতেই গোলের উল্লাসে মেতে ওঠে সাবিনার দল। ৪৬ মিনিটে মিডফিল্ডার মনিকা চাকমার কর্নার থেকে জটলার মধ্যে বল পেয়ে গোল করেছেন মৌসুমি।
৮১ মিনিটে ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্নার শট গ্লাভসে নিয়ে আবার বাংলাদেশকে হতাশ করেছেন ভুটানের গোলকিপার।
তবে ৮৫ মিনিটে নিরাশ করেননি সাবিনা। ভুটানের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বের হয়ে, এগিয়ে আসা গোলকিপারের ডান দিক দিয়ে চমৎকার শটে ব্যবধান দ্বিগুণ করেছেন বাংলাদেশের অধিনায়ক।
শেষ মুহূর্তে তহুরা খাতুনের শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ব্যবধান আর বাড়েনি। তাই গ্রুপের শেষ ম্যাচে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ।
আরকে//