ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

রোনালদোর প্রশংসায় মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২ এএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার | আপডেট: ১০:৪৭ এএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার

চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ফুটবলবিশ্ব দেখল দুই তারকা ফুটবলালের কেরামতি৷ মঙ্গলবার রাতে দুরন্ত হ্যাটট্রিক জুভেন্টাসকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর বুধবার রাতে দুর্দান্ত পারফরম্যান্সে ভক্ত-সমর্থকদের উচ্ছ্বাসে ভাসালেন লিওনেল মেসি। লিওঁর বিরুদ্ধে দাপুটে জয়ের পর দীর্ঘ দিনের প্রতিদ্বন্দ্বী পর্তুগিজ তারকার পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করেন বার্সা অধিনায়ক।

প্রথম লেগ গোলশূন্য হওয়ার পর বুধবার ন্যু কাম্পে ফিরতি পর্বে লিওঁকে ৫-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ভালভেরদের দল। জোড়া গোল করার পাশাপাশি দুই সতীর্থের গোলে অবদান রাখেন ৩১ বছর বয়সী মেসি।

একদিন আগে অর্থাৎ মঙ্গলবার রোনালদোর অসাধারণ পারফরম্যান্সে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লেখে জুভেন্টাস। অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগে ২-০ গোলে হারা ইতালিয়ান দলটি ৩-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠে।

লিওঁর বিপক্ষে ম্যাচ শেষে মেসি বলেন, ক্রিস্টেয়ানো রোনালদো ও জুভেন্টাস যা করল তা ছিল অসাধারণ। আমি ভেবেছিলাম যে প্রতিপক্ষ হিসেবে আতলেটিকো মাদ্রিদ আরও কঠিন হবে। তিন গোল করে রোমাঞ্চকর একটা রাত কাটিয়েছে রোনালদো। ক্ষুধার্ত রোনালদোর অনবদ্য হ্যাটট্রিকে ভর করেই এদিন চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের টিকিট নিশ্চিত হল জুভেন্টাসের। আর রোনালদোর হ্যাটট্রিক দেখে গ্যালারিতে উপস্থিত গর্বিত বান্ধবী জর্জিনা রডরিগেজের চোখে আনন্দাশ্রু।

যদিও তুরিনে রোনালদো কার্যত একার কাঁধে টেনে নিয়ে যান ওল্ড লেডিদের৷ মেসি এ ক্ষেত্রে কাতালান ক্লাবকে পরের রাউন্ডে তুলে নিয়ে যেতে পাশে পেলেন কুটিনহো, পিকে, দেম্বেলেদের৷ অলিম্পিক লিওঁর ঘরের মাঠে গোলশূন্য ড্র করে আসা বার্সেলোনা ন্যু ক্যাম্পে ফরাসি দলটিকে ৫-১ গোলে উড়িয়ে দেয় এবং রেকর্ড ১২ বার একটানা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের দরজা খুলে ফেলে৷

ক্লাব ফুটবলে ইউরোপ সেরা এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের হতে যাওয়া ড্র’তে সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে মোটেও চিন্তিত নন মেসি। তিনি বলেন, সব প্রতিপক্ষই কঠিন৷ উদাহরণস্বরূপ আয়াক্স (শেষ ষোলোয় যারা রিয়াল মাদ্রিদকে হারিয়েছে) দেখিয়েছে যে তরুণ সব খেলোয়াড় নিয়ে তারা দুর্দান্ত একটা দল। আর তারা কাউকেই ভয় পায় না।

এছাড়াও মেসি বলেন, যে দলের মুখোমুখিই আমরা হই না কেন, লড়াইটা কঠিন হবে। কঠিন চ্যালেঞ্জের জন্য আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে।

সূত্র: কলকাতা ২৪x৭

একে//