ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৬ ১৪৩১

শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত : ০৬:২১ পিএম, ১২ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ০৬:২১ পিএম, ১২ অক্টোবর ২০১৬ বুধবার

ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল। পুরান ঢাকার হোসনী দালানসহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাজিয়া মিছিল বের করা হয়। কারবালার শোকাবহ ঘটনা সকলকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে প্রেরণা যোগাবে বলে মনে করেন শিয়া মুসলমানরা। বুধবার সকল আতঙ্ক-উৎকণ্ঠা উপেক্ষা করে রাজপথে আশুরার এ শোকের মাতম, ঐতিহ্যের তাজিয়া মিছিল এগোয় কড়া পুলিশি প্রহরায়... ১০ মহরম হযরত ইমাম হোসেইন (রা.) এবং তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। কারবালার শোকাবহ এই দিনটিকে স্মরণ করতেই শিয়া সম্প্রদায়ের এই তাজিয়া মিছিল। পুরান ঢাকার হোসনি দালানের ইমামবাড়া, পল্টন ইমামবাড়া, মোহাম্মদপুর, মিরপুরসহ বিভিন্নস্থান থেকে, রাজধানীর নাখালপাড়ায় প্রতীকী কারবালার মাঠে মিলিত হয় তাজিয়া মিছিল। শোকের প্রতীক হিসেবে কালো পোশাক পরেছেন মিছিলে অংশগ্রহনকারীরা। তারা বলেন, কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সকলকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্যের পথে চলতে প্রেরণা যোগাবে। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শ সমুন্নত রাখতে তাদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে উজ্জল দৃষ্টান্ত হয়ে থাকবে। যত বাধাই আসুক, পবিত্র আশুরার ঐতিহ্য পালনে পিছপা না হবারও অঙ্গীকার শিয়া মুসলিমদের। ্হনংঢ়;