ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৬ ১৪৩১

রাজধানীতে নেই চিরচেনা যানজট

প্রকাশিত : ০৬:২১ পিএম, ১২ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ০৬:২৭ পিএম, ১২ অক্টোবর ২০১৬ বুধবার

দুর্গাপূজা ও আশুরা উপলক্ষে টানা দু’দিন সরকারি ছুটির সাথে বৃহস্পতিবার ছুটি নিয়ে রাজধানী ছেড়েছেন অনেকে। শুক্র- শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় পাঁচদিনের ছুটি ভোগ করছেন তারা। এ’কারণে অনেকটাই ফাঁকা রাজধানী, নেই চিরচেনা যানজটও। রাজধানী ঢাকায় সড়কের এমন দৃশ্য ঈদের ছুটি ছাড়া খুব একটা দেখা যায় না। তবে, এবার দুর্গাপূজা আর আশুরার ছুটি পরপর হওয়ায়, অনেকেই একদিন বাড়তি ছুটি নিয়ে রাজধানী ছেড়েছেন। সেই সাথে যোগ হয়েছে আরো দুইদিনের সাপ্তাহিক ছুটি। রাজধানী এখন অনেকটাই ফাঁকা। নেই চিরচেনা যানজট। যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারছেন অল্প সময়ে। ঢাকার এই দৃশ্য দেখে খুশি তারা। এদিকে, যাত্রী কম থাকায় চিন্তার ভাঁজ বাস চালকদের কপালে। তবে, যানজট না থাকায় সন্তুষ্টির কথা জানালেন চালক- যাত্রী উভয়েই।