নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া আর কোনো বিদেশ সফর নয়: পাপন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:০৭ পিএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার
নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া আর কোনো বিদেশ সফরে জাতীয় দল যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি (বিসিবি) নাজমুল হাসান এমপি। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালের খুব কাছের একটি মসজিদে আজ শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টায় সন্ত্রাসী হামলা হয়।
পরবর্তীতে জানা যায়, আরও দু’টি মসজিদে হামলা করেছে সন্ত্রাসীরা। এতে প্রায় অর্ধশত নিহত ও ২০জন আহত হয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা নিরাপদে রয়েছেন। কিন্তু ভাগ্যের জোড়ে মহাবিপদ থেকে বেঁচে গেছেন তামিম-মুশফিকরা।
আগামীকালের তৃতীয় ও শেষ টেস্টকে সামনে রেখে হ্যাগলি ওভালে অনুশীলন শেষে জুমার নামাজ আদায়ের জন্য ঐ মসজিদে যান বাংলাদেশের খেলোয়াড়রা। কিন্তু স্থানীয়দের কাছ থেকে সন্ত্রাসী হামলার কথা শুনে আতঙ্কিত হয়ে মসজিদে না গিয়ে স্টেডিয়ামে ফিরে যান খেলোয়াড়রা। অর্থাৎ আর তিন-চার মিনিট পর সন্ত্রাসী হামলা হলেই জাতীয় দলের খেলোয়াড়দের উপর অঘটন ঘটতে পারতো।
এই ঘটনায় নড়েচড়ে বসেছে বিসিবি। ক্রাইস্টচার্চের ঐ ঘটনার নিয়ে শুক্রবার গুলশানে নিজ বাসায় বিসিবি প্রধান কথা বলেন। তিনি বলেন, ‘পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস না পেলে আর কোন বিদেশ সফর করবে না বাংলাদেশ দল।’
তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা বিদেশে গেলে নি:ছিদ্র নিরাপত্তা পাই না। এখন থেকে যে কোনো বিদেশ সফরে গেলে, বিশেষ করে দ্বি-পাক্ষিক সিরিজে নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি আগে ক্ষতিয়ে দেখা হবে। পর্যাপ্ত নিরাপত্তা না পেলে প্রয়োজনে আমরা সেই সফর করবো না এবং সিরিজই খেলতে যাবো না।’
তিনি আরও বলেন, ‘আজকের এই ঘটনার পর সব বদলে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সবকিছু সামলে নিয়ে আমাদের দেখতে হবে, নিরাপত্তার জন্য কী কী দরকার। কোনো দেশে যখন আমরা খেলতে যাচ্ছি ওই দেশ কী দিতে পারবে, কী প্রয়োজন সব দেখতে হবে আমাদের। আমার ধারণা, এখন থেকে সব দেশ নিরাপত্তা নিয়ে কোনো প্রকার ছাড় দেবে না। অন্যরা বিদেশ সফরে নিরাপত্তা পাচ্ছে, আমরা পাচ্ছি না- তা নয়। সবাই চিন্তামুক্ত থেকেই ইংল্যান্ড-নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মত দেশে খেলতে যায়।’
বাংলাদেশ সফরে বিদেশি দলগুলোর জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেয়া হয় উল্লেখ করে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা দেশের মাটিতে যে কোনো ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে থাকি। রীতিমত ভিভিআইপি মর্যাদা দেয়া হয় এবং সম্ভব সব কিছু করে থাকি।’
আগামী মে মাসে ইংল্যান্ড এন্ড ওয়েলসে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে এমন হামলাকে কিভাবে দেখছেন বিসিবি প্রধান। তিনি বলেন, ‘বিশ্বকাপে এমনিতেই আইসিসির সর্বোচ্চ নিরাপত্তা থাকে এবং আমার বিশ্বাস এই ঘটনার পর নিরাপত্তা আরও জোরদার হবে।’
এসি