ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

মুজিবনগরে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪ পিএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, মুজিবনগরে মুক্তিযুদ্ধ ভিত্তিক বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। তাই এখানে স্বাধীনতা বিরোধীদের জায়গা নেই।

আজ শুক্রবার মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ইউপি চেয়ারম্যান মো. আয়ুব হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আতাউল গণি, পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান পিপিএম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস প্রমুখ।

ফরহাদ হোসেন বলেন, ‘এলাকাবাসীর দাবীর কারণে মুজিবনগরে রেলপথ সমীক্ষার কাজ চলছে। শুধুমাত্র রেলপথই না মুজিবনগরবাসী বসবাস করবে বিশ্বমানসম্পন্ন সব ধরনের সুযোগ সুবিধার মধ্যে। তবে বঙ্গবন্ধুর নামানুসারে এই মুজিবনগরে মুজিব বিরোধী, স্বাধীনতা বিরোধী, উন্নয়ন বিরোধীদের স্থান হবে না। স্বাধীনতার বিপক্ষে কথা বলবেন, আবার মুজিবনগরের উন্নয়ন চাইবেন, এটা হতে পারে না।’

প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে জেলার হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট সমাধান হয়েছে। মেহেরপুরে টেক্সটাইল ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নেয়া হয়েছে।

তিনি বলেন, ‘স্বাধীনতার পক্ষের প্রতিটি বাড়ির একজনকে চাকুরি দেয়ার অঙ্গিকার আছে প্রধানমন্ত্রীর। সেটাও মুজিবনগর থেকে শুরু করতে চাই।’

প্রতিমন্ত্রী সুবিধাভোগীদের ২২জনের মাঝে সেলাই মেশিন, ৪২২ জনকে ভিজিডি কার্ড, দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেন।

অনুষ্ঠান শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মুজিবনগর কমপ্লেক্সের বাস টার্মিনালের স্থান পরিদর্শন করেন।

এসি