ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৬ ১৪৩১

জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে চট্টগ্রামের ব্যবসায়ি আটক

প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ১২ অক্টোবর ২০১৬ বুধবার | আপডেট: ০৫:৫৫ পিএম, ১২ অক্টোবর ২০১৬ বুধবার

চট্টগ্রামভিত্তিক জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে চট্টগ্রামের এক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। গত মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ওই ব্যবসায়ীর নাম মনজুর ইলাহী। র‌্যাব জানায়, মনজুর এলাহীর বিরুদ্ধে হামজা ব্রিগেডকে ৫ লাখ টাকা দেয়ার অভিযোগ রয়েছে। এর আগে ২০১৫ সালে চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে র‌্যাব জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডের আস্তানা থেকে ২৫টি অত্যাধুনিক অস্ত্র, গোলাবারুদ ও বিষ্ফোরক উদ্ধার করে। ওই ঘটনায় হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ ৩ জনকে গ্রেফতার করেছিলো র‌্যাব।