ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

চট্টগ্রামে শিক্ষার্থীর সাহসী উদ্যোগে নারী উত্যক্তকারী আটক (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ১৬ মার্চ ২০১৯ শনিবার

চট্টগ্রামে এক কলেজ শিক্ষার্থীর সাহসী উদ্যোগে পুলিশের হাতে আটক হয়েছে এক নারী উত্যক্তকারী।  শনিবার ভোরে নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে তানভীর আহমেদ সিদ্দিকী নামে ওই বখাটেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সমাজ থেকে ইভ টিজিংসহ সব ধরনের নারী নির্যাতন বন্ধে পুলিশ সঠিক সময়ে তথ্য দেয়ার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা ।

নগরীর একটি সরকারি কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্রী ফারহানা নওরিন। গত ৬ মার্চ নগরীর পুরাতন রেল স্টেশন এলাকা থেকে রিকশাযোগে বাসায় ফেরার পথে মোটর সাইকেল আরোহী দুই বখাটে যুবক তার ওড়না ধরে টান দেয় এবং অশালীন অঙ্গভঙ্গি ও যৌন নিপীড়নমূলক মন্তব্য করে। নওরিন তখন ব্যাগে রাখা মোবাইল বের করে বখাটেদের ভিডিও ধারণ করে এবং কোতোয়ালী থানায় গিয়ে একটি সাধারন ডায়েরি  করে ও তাদের গ্রেপ্তারে পুলিশের সহায়তা চায়।

এরই ভিত্তিতে ফেসবুক পেজে নওরিনের ধারণ করা ভিডিও শেয়ার করে বখাটেদের গ্রেপ্তারে জনগণের সহায়তা চায় পুলিশ। শনিবার ভোরে গ্রেপ্তার করা হয় মূল অপরাধী তানভীর নামে ওই নারী উত্যক্তকারীকে। সেইসাথে জব্দ করা হয় ঘটনার সময় ব্যবহৃত মোটর সাইকেলটিও।

বখাটে কিংবা নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সাহসের সাথে রুখে দাঁড়ালেই  সমাজ থেকে এ ধরনের অপরাধ দূর হবে বলে বিশ্বাস নওরিনের।

এদিকে ফেসবুক, ইউটিউব ব্যবহার করে প্রচার করা বিভিন্ন নারী বিদ্বেষী ওয়াজ, ফতোয়া সমাজে নারী নির্যাতন বাড়াতে ভূমিকা রাখছে বলে অভিযোগ রয়েছে বিশিষ্টজনদের।

পুলিশ কর্মকর্তারা বলছেন, ধর্মের অপব্যবহার করে কোনো অশিক্ষিত বা ধর্মান্ধ গোষ্ঠী  যাতে নারী বিদ্বেষী বক্তব্য প্রচার করতে পারে সে জন্য পুলিশের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দিরভিত্তিক বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নেয়া হয়েছে।

নারী নিপীড়নকারীর সাজা সর্ব নিম্ম ১০ বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদন্ড, অর্থদন্ড উভয় দন্ডে দন্ডিত হতে পারে বলে জানিয়েছে পুলিশ।