ঢাকা, রবিবার   ২২ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৬ ১৪৩১

আইফ্লিক্সে ‘ফাগুন হাওয়ায়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩ এএম, ১৭ মার্চ ২০১৯ রবিবার

ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘ফাগুন হাওয়ায়’। গত ফেব্রুয়ারিতে সিনেমাটি মুক্তি পায় দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। এখনও দেশে ও দেশের বাইরে বেশকিছু সিনেপ্লেক্সে চলছে তৌকীর আহমেদ পরিচালিত এই সিনেমাটি। তবে এরই মধ্যে সিনেমাটি অনলাইন প্ল্যাটফর্ম আইফ্লিক্সে প্রকাশ করা হয়েছে।

এ উপলক্ষে সম্প্রতি এক সংবাদ সম্মেলন ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। মুক্তির এক মাসের মধ্যে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম আইফ্লিক্স-এ ‘ফাগুন হাওয়ায়’ সিনেমাটির মুক্তি প্রসঙ্গে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় বলা হয়, ‘ইমপ্রেস বরাবরই দেশীয় প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে সিনেমা নির্মাণ করে আসছে। ভাষা আন্দোলন নিয়ে পূর্ণাঙ্গ একটি সিনেমা নির্মাণের যে অভাব দীর্ঘদিন ধরে ছিল, ‘ফাগুন হাওয়ায়’ সিনেমার মধ্য দিয়ে সেই অভাব কিছুটা হলেও ঘুচল। আর এ কারণেই হলে মুক্তির পরপরই আরও বেশি মানুষের কাছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ‘ফাগুন হাওয়ায়’ ছড়িয়ে দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।’

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে সিয়াম-তিশা ছাড়াও অভিনয় করেছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা, শহীদুল আলম সাচ্চু আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন প্রমুখ।

এসএ/