প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ হলো লঙ্কানরা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৩৮ এএম, ১৭ মার্চ ২০১৯ রবিবার
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশই হলো শ্রীলঙ্কা। সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়েছে প্রোটিয়ারা। ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে তারা হেরে যায়।
হাথুরুসিংহের শিষ্যরা প্রথমে ব্যাট করতে নেমে ২২৫ রান সংগ্রহ করে। জবাবে প্রোটিয়ারা ব্যাট করতে নামলে মাঝপথে ফ্লাডলাইট বিভ্রাট হলে জয়ী ঘোষণা করা হয় স্বাগতিকদের।
দক্ষিণ আফ্রিকা ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ইডেন মার্করামের ব্যাটে দারুণভাবে এগিয়ে যায় । তবে ২৮ ওভারের সময় দলটি ১৩৫ রানে ২ উইকেট হারালে সে সময় ফ্লাড লাইট বিভ্রাট হয়।
পরে ওই ফ্লাড লাইট ঠিক না হলে আম্পায়ার প্রোটিয়াদের বিজয়ী ঘোষণা করে। এসময় স্বাগতিকদের ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে টার্গেট ছিল ৯৫ রান।
প্রোটিয়ার খেলোয়ারদের মধ্যে মার্করাম ৭৫ বলে ৭টি চারে ৬৭ রানে অপরাজিত থাকেন। ভ্যান ডার ডুসেন করে অপরাজিত ২৮ রান। ম্যাচ সেরা হয়েছেন মার্করাম। কুইন্টন ডি কক পেয়েছেন সিরিজ সেরার খেতাব।
এমএইচ/