ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা: নিহত ৫০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬ এএম, ১৭ মার্চ ২০১৯ রবিবার | আপডেট: ০১:৩৬ পিএম, ১৭ মার্চ ২০১৯ রবিবার

ইন্দোনেশিয়ার প্রদেশ পাপুয়াতে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জন মারা গেছেন।  একই ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আরও ২১ জন। রোববার স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা  এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা কোরি সিমবোলোন জানান, প্রাদেশিক রাজধানী জয়াপুরার নিকটবর্তী সেন্টানি এলাকায় শনিবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের কারণে আকস্মিক এ বন্যা দেখা দেয়।

এই বন্যার  ফলে বেশ কয়েকটি অঞ্চল পানির নীচে তলিয়ে যায়। এর ফলে মানব সম্পদ ক্ষয়ক্ষতির পাশাপাশি  বাড়ি-ঘর ও সেতু ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে বন্যায় অন্তত নয়টি বাড়ি ও দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগরোহো।

তিনি জানান, “এখন পানি কমেছে, কিন্তু বন্যার তোড়ে ভেসে আসা কাদা, কাঠের গুঁড়ি ও অন্যান্য জিনিস রেখে গেছে।”

সুতোপো পুরয়ো নুগরোহো জানান, বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ১২০ জনেরও বেশি স্থানীয় বাসিন্দা সরকারি দপ্তরগুলোতে আশ্রয় নিয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

এমএইচ/