ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩১ পিএম, ১৭ মার্চ ২০১৯ রবিবার

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়ায় আকস্মিক বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। রোববার দেশটির এক কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। উদ্ধারকর্মীরা প্রাকৃতিক দুর্যোগে নিহতদের সন্ধান পেয়েছে।

শনিবার প্রদেশিক রাজধানী জয়াপুরার কাছে সেনটানিতে ভারী বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় ৫৯ জন আহত হয়েছে।

জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো বলেন, বন্যার পানিতে বেশ কয়েকটি বাড়ির ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন, ‘তল্লাশী ও উদ্ধারকারী দলের সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছতে পারলে আরো বেশি ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যেতে পারে। তারা সেখানে পৌঁছতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
নুগরোহো বলেন, ‘বন্যার কারণেই সম্ভবত ভূমিধসের সৃষ্টি হয়েছে।’

বন্যার পানি কমতে থাকলেও কর্মকর্তারা এখনো মানুষকে অন্যত্র সরিয়ে নিচ্ছে।

নুগরোহো বলেন, ‘যৌথ তল্লাশী ও উদ্ধারকারী দলের সদস্যরা স্থানীয়দের অন্যত্র সরিয়ে নিচ্ছেন। গাছপালা উপড়ে পড়ে থাকায়, পাথর ও কাদাপানি ও অন্যান্য প্রতিবন্ধকতা থাকার কারণে দুর্গত এলাকাগুলোতে পৌঁছানো সম্ভব হয়নি।’

জয়াপুরার ছোট বিমানবন্দরে এক প্রপেলার বিশিষ্ট একটি বিমান রানওয়ের উপরে আংশিক বিধ্বস্ত হয়েছে।

এসি