শরীর তল্লাশি করে মিললো সাড়ে ৭ লাখ টাকা
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত : ০৯:৩৯ পিএম, ১৭ মার্চ ২০১৯ রবিবার
যশোরের বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে হুন্ডির সাড়ে সাত লাখ বাংলাদেশি টাকাসহ জাকির হোসেন (২৮) ও সেলিনা খাতুন (২৯) নামে দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রোববার বিকালে বেনাপোলের পুটখালী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। শরীরে বেঁধে এ টাকা পাচার করা হচ্ছিল।
আটক জাকির হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আশরাফ আলীর ছেলে ও সেলিনা খাতুন একই গ্রামের আশানুর রহমানের স্ত্রী।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায়, ভারত থেকে বিপুল পরিমাণ হুন্ডির টাকা বেনাপোল বাজারে পাচার করা হবে। এমন সংবাদের ভিত্তিতে পুটখালি বিজিবি ক্যাম্পের একটি টহল দল পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে জাকির হোসেন ও সেলিনা খাতুনকে আটক করে। পরে ক্যাম্পে এনে তাদের তল্লাশি করে শরীরে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় সাড়ে সাত লাখ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
কেআই/