শিক্ষার্থীদের অবরোধে বিভিন্ন সড়ক বন্ধ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৩০ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার | আপডেট: ০৪:০৪ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার
নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর শাহবাগ সহ বিভিন্ন সড়কে অবরোধ করছে শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে ওইসব এলাকার যান চলাচল।
আজ বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এর আগে সকাল সাড়ে দশটার দিকে দু’শতাধিক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে মিছিল বের করে। মিছিলটি রোকেয়া হলের সামনে দিয়ে ভিসির বাসভবন হয়ে, ব্যবসায় শিক্ষা অনুষদ, কলাভবন হয়ে আবার টিএসসিতে যায়। পরে তারা শাহবাগ অবস্থান নিয়ে নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এদিকে, পুরান ঢাকা, ফার্মগেট, ধানমন্ডি ও সায়েন্স ল্যাবসহ বিভিন্ন এলাকায় কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নেয়। এতে বন্ধ হয়ে যায় বিভন্ন এলাকার যান চলাচল। বেলা বারটার দিকে সায়েন্সল্যাব এলাকায় শিক্ষার্থীরা রাস্তায় নেমে মিরপুর সড়ক অবরোধ করে।
মিরপুর-ধানমন্ডি সড়কে অবস্থান নিয়েছে ড্যাফোডিল ইউনিভার্সিটি, সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা সেখানে গাড়ির চেক করেন।
এদিকে রাজধানীর বসুন্ধরায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে ঘটনাস্থল ত্যাগ করেছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা। এ সময় শিক্ষার্থীদের দাবি-দাওয়া মেনে নেয়ার আশ্বাস দিলে সমস্বরে স্লোগান দেন ‘ভুয়া ভুয়া।’ আজ বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। এর কিছুক্ষণ আগে ওই এলাকায় বাসচাপায় নিহত আবরারের নামে একটি ফুটওভার ব্রিজের ভিত্তি স্থাপন করেন মেয়র।
এসএ/