ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২১ ১৪৩১

সংস্কারপন্থী হিসেবে পরিচিত নেতাকর্মীদেরও সক্রির করতে বিএনপির উদ্যোগ

প্রকাশিত : ১১:৪০ এএম, ১৪ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ১১:৪০ এএম, ১৪ অক্টোবর ২০১৬ শুক্রবার

নেতাকর্মীদের অতীতের ভুল নিয়ে আর পড়ে থাকতে চায়না বিএনপি। ওয়ান-ইলাভেন পরবর্তী সময়ে জাতীয়তাবাদী আদর্শ থেকে কিছুটা পিছিয়ে পড়া সংস্কারপন্থী হিসেবে পরিচিত নেতাকর্মীদেরও সক্রির করার উদ্যোগ নেয়া হয়েছে। যোগ্যতা  ও দক্ষতা অনুযায়ী দেয়া হবে পদ। দল শক্তিশালী করা ও আন্দোলনে সফলতা পেতেই এমন চিন্তার কথা জানালেন বিএনপির নীতি নির্ধারকরা। ২০০৭ এর ১১ই নভেম্বর গণতান্ত্রিক সরকারের বদলে জরুরি অবস্থা জারি করে ক্ষমতায় বসে ফখরুদ্দিন- মঈনউদ্দিন  বলয়। সেই সময়ে আলোচিত ছিল মাইনাস টু ফর্মুলা। গ্রেপ্তার করা হয় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। ভাঙ্গন ধরে বিএনপিতে। সংস্কারপন্থী দাবি করে একটি অংশ তখনকার অন্তবর্তী সরকারের সাথে হাত মেলালেও সফল হয়নি তারা। পরবর্তীতে নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতায় আসলেও রাজনৈতিক ভাবে ঘুরে দাঁড়াতে পারেনি বিএনপি। ২০১৪ সালের ৫ই জানুয়ারীর নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি সংসদীয় কার্যক্রমের বাইরে ছিটকে পড়ে। শুরু হয় নানা টানাপোড়েন। ২০১৫ সালের শুরুতে টানা আন্দোলনের ব্যার্থতাকে সরকারের ষড়যন্ত্র দাবি করা হলেও সাংগঠনিক শক্তির নাজুক পরিস্থিতির কথাই বলা হচ্ছে দলের বিভিন্ন ফোরামে। অতীতে ভুল করে থাকলেও মেধাবী ও দক্ষ নেতাকর্মীদের দলে জায়গা করে দেয়ার পক্ষে শুরু হয়েছে আলোচনা। এমনটাই আভাস দিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রাজনীতিতে অতীত নিয়ে বসে না থেকে, রাজপথের লড়াকুদের পাশে চান যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তবে ১/১১র ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনার দাবিও জানান, বিএনপি নেতারা।