ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৬ ১৪৩১

শিক্ষার্থীদের সঙ্গে জাফর ইকবাল

স্বাধীনতা দিবসে ইটিভিতে ‘প্রজন্মে স্বাধীনতা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫২ পিএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৫৬ পিএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

মহান স্বাধীনতা দিবসে একুশে টেলিভিশনে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘প্রজন্মে স্বাধীনতা’। অনুষ্ঠানে থাকছেন শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। তার সঙ্গে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা ভাবনা নিয়ে আলাপচারিতা এবং প্রশ্নত্তোর পর্বে অংশ নিবেন নতুন প্রজন্মের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

মীম নোশিন নওয়াল খানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানে ড. জাফর ইকবাল মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা এবং স্মৃতিচারণ করবেন এবং নতুন প্রজন্মের প্রতি নানান দিক-নিদের্শনা প্রদান করবেন।

অংশগ্রহনকৃত শিক্ষার্থীরা জাফর ইকবালকে দেশ, মুক্তিযুদ্ধ এবং তার ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে জানার জন্য প্রশ্ন করবেন এবং তিনি উত্তর দিবেন।

সিফাত তন্ময়ের প্রযোজনায় ‘প্রজন্মে স্বাধীনতা’ প্রচার হবে ২৬ শে মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায়।

এসএ/