কর্মসূচি নির্ধারণে আজ বসছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪০ এএম, ২২ মার্চ ২০১৯ শুক্রবার | আপডেট: ১১:০৪ এএম, ২২ মার্চ ২০১৯ শুক্রবার
নব-উদ্যমে পথ চলতে আজ বৈঠকে বসছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। এতে নিজেদের লক্ষ্য নির্ধারণের পাশাপাশি সরকারের বিরুদ্ধে আন্দোলনের পরবর্তী কর্মসূচিও ঠিক করবেন তারা।
আজ শুক্রবার বিকাল ৪টায় পুরানা পল্টনস্থ জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এতে সভাপতিত্ব করবেন।
জাতীয় ঐক্যফ্রন্টের একাধিক শীর্ষ নেতার মতে, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনে ভরাডুবির পরপরই মূলত থমকে দাঁড়ায় তাদের জোটের কর্মকাণ্ড। ভোটে কারচুপির অভিযোগ এনে কয়েক দফা সংবাদ সম্মেলন আর মানবন্ধনের মতো দুই-একটি কর্মসূচির মধ্যেই আবদ্ধ জাতীয় ঐক্যফ্রন্ট। এ অবস্থায় দল ও জোটের সিদ্ধান্ত উপেক্ষা করে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। এতে আরও এক দফা ধাক্কা খায় জাতীয় ঐক্যফ্রন্ট। পাশাপাশি এই জোট নিয়ে পথ চলা যাবে কিনা, এ নিয়ে বিএনপির মধ্যেও আছে নানা মত। এ পরিস্থিতিতে নতুন করে পথ চলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
আজকের বৈঠকে কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনার পাশাপাশি আগামী দিনের লক্ষ্যও ঠিক করবেন জোটের নেতারা।
এসএ/