ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১০ পিএম, ২২ মার্চ ২০১৯ শুক্রবার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার ঢাকামুখী যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।আজ শুক্রবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জামালদি বাসস্ট্যান্ড থেকে বাউশিয়া পাখিরমোড় পর্যন্ত এ যানজট লক্ষ্য করা যায়।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ এতথ্য নিশ্চিত করেছেন।

কাঁচপুর ব্রিজ এলাকায় গার্ডারের কাজ চলছে। এছাড়া সকাল থেকে দু’টি বড় পণ্যবাহী গাড়ি মেঘনা সেতুতে বিকল হয়ে যায়। এসব কারণে ঢাকামুখী ১৩ কিলোমিটার ব্যাপী দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এছাড়া সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাড়তি চাপ পড়েছে মহাসড়কের এই অংশে। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে বলে জানান তিনি।


টিআর/