ঢাকা, বুধবার   ০৯ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৩ ১৪৩১

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব কবিতা দিবস পালিত

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ২২ মার্চ ২০১৯ শুক্রবার

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘বিশ্ব কবিতা দিবস’ উদযাপিত হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৩টায় সোস্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের উদ্যোগে ড. এম এ ওয়াজেদ ভবন চত্বরে দিবসটি উপলক্ষে ভাজপত্র উন্মোচন (স্বাক্ষী), দেয়ালিকা উদ্বোধন (কবিতা মালঞ্চ), উম্মুক্ত আবৃত্তানুষ্ঠান ও কাব্যনাট্য এর আয়োজন করা হয়।

‘কবিতা স্রোত হোক, আমাদের এগিয়ে যাবার প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইংরেজী বিভাগের চেয়ারম্যান প্রফেসর নওশের ওয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোস্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডীন প্রফসের এটিএম রেজাউল হক। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত  ছিলেন প্রফেসর ড. ফাহিমা খানম, প্রফেসর ড. মো.গোলাম রব্বানী, প্রফেসর মো. আব্দুর রশীদ ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক  ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিব হাসান। এছাড়াও উক্ত অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথি দেয়ালিকা উদ্বোধন ও ভাজপত্র উন্মোচন করেন। এরপর শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি পর্ব ও কাব্যনাট্য অনুষ্ঠিত হয়।

শামীম ও সুমিত এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এটিএম রেজাউল হক বলেন,‘মানুষ যখন সুখে থাকে তখন কবিতা লিখতে শুরু করে। যখন শান্তিতে থাকে তখন কবিতা পড়ে এবং যখন প্রেমে পড়ে তখনও কবিতা লিখে।’ কবিতা মানুষের সুখ-দুঃখের সঙ্গী। মানুষের একাকীত্বকে ভুলিয়ে দেয়। নতুন করে বাঁচার প্রেরণা ও শক্তি যোগায়। তিনি উপস্থিত সকলকে কবিতা পাঠ এবং কবিতা লেখার প্রতি আহবান জানান।

কেআই/