যক্ষ্মা হলে আতঙ্কিত হবেন না
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১১ এএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার
আগে বলা হতো ‘যক্ষ্মা হলে রক্ষা নেই’। এখন বলা হচ্ছে, ‘এই কথার কোন ভিত্তিই নেই’। যক্ষ্মা হলেও আতঙ্কিত হবেন না। যক্ষ্মা ওষুধে ভালো হয়ে যায়।
যক্ষ্মা হলে চিকিৎসকের পরামর্শে ছয় থেকে নয় মাসের পূর্ণ ডোজ ওষুধ গ্রহণ করতে হবে। সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থা বিনামূল্যে এ ওষুধ প্রদান করে থাকে।
তবে মনে রাখতে হবে- ওষুধ অনিয়মিত খেলে পরবর্তী সময়ে ওষুধপ্রতিরোধী যক্ষ্মা হতে পারে, যা সারানো খুব জটিল।
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল, বক্ষব্যাধি ক্লিনিক বা হাসপাতাল, নগর স্বাস্থ্যকেন্দ্র, এনজিও ক্লিনিক ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোয় বিনামূল্যে কফ পরীক্ষা, রোগ নির্ণয়সহ যক্ষ্মার চিকিৎসা করা হয় ও ওষুধ দেয়া হয়।
মনে রাখুন :
- রোগের লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।
- পূর্ণ মেয়াদে ওষুধ সেবন করতে হবে।
এসএ/