ঢাকা, মঙ্গলবার   ০৯ জুলাই ২০২৪,   আষাঢ় ২৪ ১৪৩১

বিভিন্ন খাতে চীনের বিনিয়োগকে স্বাগত জানিয়েছে শিল্পপতি-ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা

প্রকাশিত : ০৬:১৬ পিএম, ১৪ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:২০ পিএম, ১৪ অক্টোবর ২০১৬ শুক্রবার

চট্টগ্রামে চীনের অর্থনৈতিক অঞ্চল স্থাপন,  বিদ্যুত কেন্দ্র সহ বিভিন্ন খাতে বিনিয়োগ এবং কর্ণফুলী নদীর তলদেশে ট্যানেল নির্মানকে স্বাগত জানিয়েছে চট্টগ্রামের শিল্পপতি-ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা। তারা মনে করেন, এর ফলে বহি:বিশ্বে বাংলাদেশের ভাবমুর্তি যেমন বাড়বে তেমনি গতিশীল হবে দেশের অর্থনীতি। চট্টগ্রামের আনোয়ারায় চীনের অর্থায়নে নতুন যে অর্থনৈতি জোন গড়ে উঠছে তাকে ঘিরে স্বপ্নের দানা বাধতে শুরু করেছে চট্টগ্রামের শিল্পপতি-বিনিয়োগকারী-ব্যবসায়ীদের মধ্যে। আনোয়ারার  বটতলী ও বৈরাগ ইউনিয়নের চারটি মৌজার ৭৭৪ একর জমিতে গড়ে উঠছে এই শিল্পাঞ্চল। জমি অধিগ্রহনের পর চলছে এক্সপ্রেস রোড নির্মানের কাজ। এই অর্থনৈতিক জোন গড়ে উঠার কারনে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং  এ অঞ্চলের আর্থসমাজিক চিত্র পাল্টে যাবে বলে মনে করেন বেপজার এই কমকর্তা। বাংলাদেশ এবং চীন যৌথ উদ্যোগে গড়ে উঠা এই অর্থনৈতি অঞ্চলে তথ্য প্রযুক্তি, টেক্সটাইল, কেমিক্যালসহ ৩৭১টি শিল্প কারখানায় ১৬ হাজার কোটি টাকার বিনিয়োগ করা হচ্ছে।  এর ফলে অর্থনীতির নতুন সম্ভবনা সৃষ্টি হয়েছে বলে মনে করেন শিল্পোদ্যক্তা এবং ব্যবসায়ীরা এদিকে চীনের অর্থায়নে কর্ণফুলী নদীর তলদেশ নির্মাণ করা হচ্ছে ট্যানেল। বহুল প্রতীক্ষিত এই ট্যানেলের ভিত্তি প্রস্থার স্থাপনের মাধ্যমে চট্টগ্রামে দেশী-বিদেশী বিনিয়োগএবং শিল্পায়নের ক্ষেত্রে নতুন দিগন্তের সুচনা হয়েছে বলে মনে করেন বিনিয়োগকারীরা। চীনের রাষ্ট্রপতির বাংলাদেশ সফর এবং  বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ, বহি: বিশ্বে বাংলাদেশের ভাবমুর্তি বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতি আরো গতিশীল হবে বলে আশা করছেন চট্টগ্রামের শিল্পপতি-ব্যবসায়ীরা।