বঙ্গবন্ধুর বোন আমেনা বেগমের মৃত্যুবার্ষিকী আজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫৫ এএম, ২৪ মার্চ ২০১৯ রবিবার | আপডেট: ১০:৪৩ এএম, ৬ এপ্রিল ২০১৯ শনিবার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন আমেনা বেগমের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফু, সাবেক মন্ত্রী শহীদ আবদুর রব সেরনিয়াবাতের সহধর্মিণী। একই সঙ্গে তিনি মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির মা।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল সোমবার মরহুমার রুহের মাগফিরাত কামনায় বরিশালের আগৈলজাড়া উপজেলার সেরাল গ্রামে আবুল হাসানাত আবদুল্লাহ এমপির নিজ বাড়িতে দিনব্যাপী কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এসএ/