ঢাকা, মঙ্গলবার   ০৯ জুলাই ২০২৪,   আষাঢ় ২৪ ১৪৩১

জাতিসংঘের নতুন মহাসচিব এন্তোনিও গুতিয়েরেস

প্রকাশিত : ০৬:১২ পিএম, ১৪ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:১২ পিএম, ১৪ অক্টোবর ২০১৬ শুক্রবার

জাতিসংঘের নতুন মহাসচিব নিযুক্ত হয়েছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী এন্তোনিও গুতিয়েরেস। সাধারণ পরিষদের অনুমোদনের মধ্য দিয়ে পাঁচবছরের জন‌্য পরবর্তী মহাসচিব হিসেবে নিয়োগ দেয়া হয় তাকে। বান কি মুনের দ্বিতীয় দফায় পাঁচ বছরের মেয়াদ  শেষে আগামি ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন গুতিয়েরেস। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সাবেক এই কমিশনার হবেন সংস্থাটির নবম মহাসচিব। বিবিসিকে দেয়া সাক্ষাতকারে, বিশ্ব এখন বিপজ্জনক সময় অতিবাহিত করছে দাবি করে সংঘাত নিরসনে উদ্যোগ নেয়া হবে বলে জানান নতুন মহাসচিব।