দল জিতলেই জন্মদিনের আসল উৎসব: সাকিব
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৩৮ পিএম, ২৪ মার্চ ২০১৯ রবিবার
বাংলাদেশ ক্রিকেটে সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩২তম জন্মদিন আজ। এদিন আবার কেকেআরের বিরুদ্ধে ইডেনে লড়াই তার দল সানরাইজার্স হায়দরাবাদের। আঙুলের চোট সারিয়ে সবে দলে যোগ দিয়েছেন। খেলা ও জন্মদিন নিয়ে কি ভাবছেন সদ্য চোট থেকে সেরে ওঠা সাকিব আল হাসান? কিভাবেই বা পালন করবেন তার জন্মদিন? এসব প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি খেলি বা না খেলি, (আমার জন্মদিনের) সেরা উৎসবটা হবে দল জিততে পারলে।
কলকাতা নাইট রাইডার্স আর ইডেন সম্পর্কে তিনি বলেন, কেকেআর, ইডেন! এই দুটো নাম বললে অনেক স্মৃতি ভিড় করে আসে। প্রথম মরসুম থেকে যত দিন ছিলাম, সব ক’টাই আমার কাছে স্মরণীয়। চ্যাম্পিয়ন হয়েছি, মানুষের মন জয় করেছি। আরও একটা ব্যাপার ছিল। ঢাকা আর কলকাতা— খুব কাছাকাছি বলে আমার বন্ধুবান্ধব, পরিবার, সবাই ম্যাচ দেখতে আসত। কলকাতার মানুষ, ইডেনের দর্শকদের কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছি। যা কোনও দিন ভুলব না।
খেলার ফলাফল সম্পর্কে তিনি বলেন, ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করা ঠিক হবে না। এটুকু বলছি, গত বারের দুই এবং তিন নম্বর দলের মধ্যে খেলা। ইডেনের দর্শকদের জন্য চাইব, ম্যাচটা যেন উত্তেজক হয়।
বাঁ হাতের কড়ে আঙুলে চোট পাওয়া সম্পর্কে সাকিব বলেন, সত্যি কথা বলতে কী, আমি জানতাম না আঙুলটার অত খারাপ অবস্থা হয়েছে। প্রথমে ভেবেছিলাম, বেশি চাপ পড়ছে বলে আঙুলটা ফুলে যাচ্ছে। পেনকিলার ইঞ্জেকশন নিয়ে খেলে যাই। তার পরে যখন একেবারে অসম্ভব হয়ে ওঠে, দেশে ফিরে যাই। প্রচণ্ড সংক্রমণ হয়ে গিয়েছিল আঙুলে। একটু দেরি হলে পুরো হাতের ভিতরে ছড়িয়ে যেতে পারত। সেটা মারাত্মক হত। ভাগ্য ভাল, সেটা থেকে রক্ষা পাওয়া গিয়েছে...।
আরকে//