রাজশাহীতে বিদেশি মুদ্রা জাল চক্রের চারজন আটক
রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ২৫ মার্চ ২০১৯ সোমবার
রাজশাহীতে বিদেশি মুদ্রা জাল চক্রের চারজন সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার সকালে নগরীর লক্ষ্মীপুর ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে তাদের সাংবাদিকদের সামনে হাজির করে পুলিশ।
আটককৃতরা হলেন- মাদারীপুর জেলার শিবচরের বৈকুন্টপুর এলাকার মৃত কাদির মোল্লার দুই ছেলে টুটুল মোল্লা (৪৫) ও মমতাজ উদ্দিন মোল্লা (২৮) এবং গোপালগঞ্জ আকদিয়া এলাকার মজিবুর শেখের ছেলে ইলু শেখ (৩২) ও একই এলাকার খালেক শেখের ছেলে বাবলু শেখ (৩৫)।
নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আবু আহাম্মদ আল-মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর এলাকার সেঞ্চুরি আবিাসিক হোটেলে অভিয়ান চালানো হয়। সেখান থেকে আটক করা হয় ইলু শেখ ও বাবুল শেখকে। তাদের কাছে পাওয়া যায় দুইটি ১০০ রিয়ালের সৌদি আসল নোট এবং ২০১টি জাল নোট। পরে তাদের দেওয়া তথ্যে রামেক হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে টুটুল ও মমতাজকে আটক করা হয়। তারা বেশ কিছুদিন যাবত রাজশাহীতে অবস্থান করে বিদেশি জাল মুদ্রার কারবার করছিল বলে জানান তিনি।
একে//