রাজশাহীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবের আয়োজন(ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:০৬ পিএম, ২৫ মার্চ ২০১৯ সোমবার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মত রাজশাহীতে আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবের। মৌলবাদের আগ্রাসন থেকে রাজশাহীকে মুক্ত করতে প্রতিবছর এ উৎসব আয়োজন করা হবে বলে জানান সিটি মেয়র।
একসময় রাজশাহী নগরীর পাড়া-মহল্লা সাংস্কৃতিক কর্মকান্ডে মুখর থাকলেও, এখন তা অনেকটাই কমে গেছে। এমন বাস্তবতায় মানুষের মনন জাগ্রত ও সৃষ্টিশীলতা বাড়াতে আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবের।
দেশ-বিদেশের শিল্পীরা যোগ দিয়েছেন উৎসবে।
এ উৎসব সংস্কৃতিকর্মীদের মিলনমেলা, বলছেন আয়োজকরা।
রাজশাহী অঞ্চলের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে ফিরিয়ে আনতে এ উৎসব প্রতিবছর হবে, জানালেন
১০ দিনের উৎসব শেষ হবে ২৬ শে মার্চ।