বরগুনার ৫ উপজেলায় ভোট ৩১ মার্চ (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৪৮ এএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০১:৪৪ পিএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
চতুর্থ দফায় উপজেলা নির্বাচনের তোড়জোড় চলছে বরগুনায়। পাঁচ উপজেলায় প্রতিদ্বন্ধিতা করছেন ৪৮ প্রার্থী। গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। আওয়ামী লীগের প্রার্থীদের পাশাপাশি প্রচারে পিছিয়ে নেই স্বতন্ত্ররা।
দক্ষিণের জেলা বরগুনায় চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহন ৩১ মার্চ। শেষ সময়ে প্রার্থীদের অন্তহীন ব্যস্ততা।
বরগুনার সদর, বামনা, বেতাগী, পাথরঘাটা ও আমতলী উপজেলায় নির্বাচন হবে। এইসব উপজেলায় চেয়ারম্যান পদে ১৩, ভাইস চেয়ারম্যান ২১ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ১৪ জন। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আওয়ামীলীগের প্রার্থীরা চাইছেন নৌকায় ভোট। আর স্বতন্ত্র প্রার্থীদের প্রত্যাশা শান্তিপূর্ন আর নিরপেক্ষ ভোট।
এদিকে সৎ যোগ্য ও এলাকার উন্নয়নে যিনি কাজ করবেন তাকেই চাইছেন ভোটাররা।
অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচনের সকল পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান, নির্বাচন কর্মকর্তা।
বরগুনার এই পাঁচ উপজেলায় মোট ভোটার ৬ লাখ ১৪ হাজার ৩০৮।
বিস্তারিত ভিডিওতে দেখুন :
এসএ/