ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

সাকিবকে কঠোর ভাষায় তিরষ্কার করেছে আইসিসি

প্রকাশিত : ০৮:০৬ পিএম, ৩ মার্চ ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৮:০৬ পিএম, ৩ মার্চ ২০১৬ বৃহস্পতিবার

আচরণ বিধি লংঘণের অভিযোগে বাংলাদেশের সাকিব আল হাসানকে কঠোর ভাষায় তিরষ্কার করেছে আইসিসি। ম্যাচ রেফারি জেফ ক্রো এই সিদ্ধান্ত নেন । বুধবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মোহাম্মদ আমিরের বলে বোল্ড হলে নিজের উপর ক্ষুব্ধ হয়ে বাজে আচরণ করেন সাকিব। এই সময় ব্যাট দিয়ে স্ট্যাম্পের উপর আঘাত করেন তিনি । ফলে আইসিসির আচরণ বিধির ২.১.৮ ধারা অভিযোগে অভিযুক্ত হন এই অলরাউন্ডার। এই ধারায় অভিযুক্ত হওয়ায় সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফি’র পঞ্চাশ শতাংশ জরিমানা। তবে, নিজের ভুল বুঝতে পেরে মাঠেই আম্পায়ারদেও কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। জরিমানার হাত থেকে রেহাই পেলেও তিরস্কারের হাত থেকে রেহাই পাননি সাকিব। পাশপাশি ভবিষৎ এর জন্য সতর্ক করে দেয়া হয় এই অল রাউন্ডারকে ।