নিউজিল্যান্ডে নিহত জাকারিয়া এবং ফারুকের দাফন সম্পন্ন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:০৩ পিএম, ২৭ মার্চ ২০১৯ বুধবার
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহত জাকারিয়া ভূঁইয়া এবং ওমর ফারুকের দাফন সম্পন্ন হয়েছে। এরআগে, গেলো রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ গ্রহন করেন স্বজনরা। এদিকে, চাঁদপুরের মোজাম্মেল হকের মরদেহ আজ দেশে আনার কথা রয়েছে। এর আগে নিহত পাঁচ বাংলাদেশীর মধ্যে দুইজনকে ক্রাইস্টচার্চে দাফন করা হয়।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর গুলিতে নিহত ৫০ জনের মধ্যে পাঁচজন ছিলেন বাংলাদেশী।
সকাল ১১টায় পলাশ উপজেলার জয়পুরা গ্রামের ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় জাকারিয়া ভূঁইয়াকে। নামাজে অংশ নেন এলাকার জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ। এসময় শোকের ছায়া নেমে আসে গ্রামজুড়ে।
সকাল দশটায় বন্দর উপজেলার সিরাজদৌলা মাঠে জানাজা শেষে বন্দর কবরস্থানে ওমর ফারুকে দাফন করা হয়। এতে অংশ নেনে পরিবারের স্বজনরা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।
এরআগে, মঙ্গলবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ এসে পৌছায়।
নিহত পাঁচজনের মধ্যে সিলেটের হোসনে আরা আহমেদ এবং কুড়িগ্রামের ড. আবদুস সামাদকে ক্রাইস্টচার্চে দাফন করা হয়েছে।
হামলায় নিহতদের স্মরনে আল-নূর মসজিদের পাশে হ্যাগলি পার্কে শোক সভা আয়োজনের ঘোষনা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডান। এছাড়া নিহত ব্যক্তিদের প্রত্যেককে আর্থিক ক্ষতিপূরণও দিচ্ছেন তিনি।