চট্টগ্রামে রেলওয়ে কারখানায় আগুনের ধোঁয়ায় অসুস্থ ১২ (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:০৪ পিএম, ২৭ মার্চ ২০১৯ বুধবার
চট্টগ্রামের পাহাড়তলীতে রেলওয়ে কারখানায় আগুনের ধোঁয়ায় ১২জন অসুস্থ হয়েছেন। রেলের ব্র“ডশিট কাটার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৯৪৭ সালে চট্টগ্রামের পাহাড়তলীতে প্রতিষ্ঠিত রেলের পূর্বাঞ্চলের এই কারখানাটি। মুলত: রেলের ইঞ্জিন, কোচ,ওয়াগনসহ বিভিন্ন যন্ত্রপাতি মেরামতের কাজ চলে কারখানাটিতে। বুধবার কারখানাটিতে রেলের ব্রুড শিট কটার সময় ওয়েল্ডিং মেশিনে আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত রেলের ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করলে বাতাসে ছড়িয়ে পড়া কার্বন ডাইক্সইড গ্যাসে আক্রান্ত হয়ে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে হাসপাতাল ভর্তি হওয়া রেল কর্মচারীদের মধ্যে এক জননের অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন চিকিৎসক এবং রেল কর্মকর্তারা। অসুস্থদের উন্নত চিকিৎসা দেয়ার কথাও জানান তারা।
অসুস্থরা অক্সিজেন সংকটে পড়ে শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভুগছেন বলে জানান চিকিৎসকরা।