উৎসব প্রবারনা পূর্ণিমা উপলক্ষে ৩ পার্বত্য জেলায় নানা আয়োজন
প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ১৫ অক্টোবর ২০১৬ শনিবার | আপডেট: ০৫:৪৬ পিএম, ১৫ অক্টোবর ২০১৬ শনিবার
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারনা পূর্ণিমা উপলক্ষে ৩ পার্বত্য জেলায় চলছে নানা আয়োজন। উৎসবের আমেজ বইছে সবখানে। দেশ ও জাতির মঙ্গল কামনায় বৌদ্ধবিহারগুলোতে বিশেষ প্রার্থনা করা হচ্ছে।
শনিবার সকালে খাগড়াছড়ির বিভিন্ন বিহারে বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘ দান, হাজার বাতি দান ও ধর্ম দেশনা দেয়া হয়।
বিহারগুলোতে বিশেষ প্রার্থনা, হাজার বাতি প্রজ্জলন ও ফানুস উড়িয়ে প্রদীপ পুজা করা হচ্ছে।
এদিকে আত্মশুদ্ধি ও সুন্দরকে বরণের জন্য চট্টগ্রাম নগরীর নন্দনকানন, পটিয়ার কর্তালা বেলখাইন বৌদ্ধবিহারসহ সব বিহারে চলে ভিক্ষুসংঘের পিন্ডদান, শীল গ্রহণ এবং প্রার্থনা। নানা বয়সের বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ এতে অংশ নেন। দেশ, জাতি ও বিশ্বের মঙ্গল কামনায় করা হয় বিশেষ প্রার্থনা ।