সুবর্ণচরে তরমুজে রোগ (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৫৯ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০২:৩১ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
নোয়াখালীর সুবর্ণচরে চলতি মাসের প্রথম সপ্তাহের বৃষ্টি ও পরবর্তী খরায় ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকজনিত রোগে মারা যাচ্ছে তরমুজ গাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রীষ্মকালীন সবজির ক্ষেতও। এমন বিপর্যয়ে সর্বশান্ত হওয়ার শঙ্কা কৃষকদের মাঝে।
চলতি বছরের মার্চে টানা তিনদিনের বৃষ্টিতে সুবর্নচরের অধিকাংশ জমিতে পানি জমে যাওয়ায় তরমুজ গাছ হলুদবর্ণ ধারণ করে শুকিয়ে মরে যাচ্ছে। কিছু কিছু স্থানে ফলন হলেও পরিমাণে কম ও আকারে অনেক ছোট হয়েছে।
শুধু তরমুজ নয়। চিচিঙ্গা, ঢেড়স ও করলাসহ অন্যান্য সবজিও ভাইরাসে আক্রান্ত হয়েছে। সমস্যা নিরসনে বিভিন্ন কোম্পানীর বালাইনাশক ব্যবহার করেও প্রতিকার পাওয়া যাচ্ছে না।
শঙ্কিত না হয়ে ভবিষ্যতে সর্বোত্তম বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন, আবহাওয়া ও লবণাক্ত সহনীয় বীজ ব্যবহার এবং ওষুধের নিরাপদ ব্যবহারের পরামর্শ কৃষিবিদদের।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব মতে এ বছর জেলায় ১০ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। এর মধ্যে শুধু সুবর্ণচরেই তরমুজ হয়েছে ৯ হাজার ২৫০ হেক্টর জমিতে।
বিস্তারিত ভিডিওতে দেখুন :
এসএ/