মাদক বিরোধী অভিযান চলবে : প্রধানমন্ত্রী (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:১২ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৩৬ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
নিরপরাধ মানুষ যাতে কোনো হয়রানির শিকার না হয় সেদিকে নজর দিয়ে অন্যায়কারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে র্যাবকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। র্যাব ফোর্সের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
২০০৪ সালে স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নেয়ার মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গঠিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব। প্রতিষ্ঠার দেড় দশকে সন্ত্রাস ও জঙ্গি দমনসহ চাঞ্চল্যকর নানা ঘটনার রহস্য উন্মোচন করে স্বকীয়তা অর্জন করেছে বাহিনীটি।
র্যাব ফোর্সের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাহিনীর সদর দপ্তওে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গার্ড অব অনার প্রদান করা হয় সরকার প্রধানকে।
পরে দরবারে অংশ নিয়ে র্যাবের ১০, ১৩ ও ১৪ ব্যাটেলিয়ন ফোর্স কমপ্লেক্সের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী।
বক্তৃতায়, সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী, পাশাপাশি মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখারও নির্দেশ দেন তিনি।
কোন কোন রাজনৈতিক দল সন্ত্রাস ও জঙ্গিবাদে মদদ দেয় বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।
আইন প্রয়োগের সময় মানবাধিকারের প্রতি দৃষ্টি রেখে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কঠোর হওয়ারও পরামর্শ দেন শেখ হাসিনা।
দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে র্যাবকে কাজ করার আহ্বান জানান সরকারপ্রধান।
বিস্তারিত ভিডিওতে দেখুন :
এসএ/