আগ্নিকাণ্ডে কি করবেন?
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:১৮ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
বিপদে দৈর্য্য ধারণ সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। আপনার আশপাশে আগুন লেগেছে। এর চেয়ে বড় বিপদ কি হতে পারে? তাই বলে বিপদে ঘাবড়ে গেলে হবে না। অবশ্যই সচেতনতার সঙ্গে এই সতর্কতাগুলো মেনে চলতে হবে।
• ছাদে না উঠে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হবে
• ওপর থেকে নিচে লাফ দেওয়া যাবে না
• নিজের শরীরের পোশাকে আগুন লাগলে দুই হাতে মুখ ঢেকে মাটিতে গড়াগড়ি দিন। দৌঁড়াবেন না, দৌঁড়ালে আগুন বেড়ে যাবে
• আগুনে আক্রান্ত ব্যক্তিকে ভেজা অথবা মোটা কাপড় দিয়ে জড়িয়ে ধরুন, আগুন নিভে যাবে
• পোড়া জায়গায় পর্যাপ্ত পানি ঢালুন। রোগীকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিন
• প্রতিটি বাড়িতে, গাড়িতে, অফিসে প্রাথমিক চিকিৎসা বক্স সংরক্ষণ করুন
• ভবনে ও গাড়িতে অগ্নিনির্বাপণ যন্ত্র রাখুন
• বছরে অন্তত দু’বার বিদ্যুত ও গ্যাসের লাইন চেক করিয়ে নিন।
• ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ নিন।
• জরুরি অবস্থায় আতঙ্কিত না হয়ে সাহসের সঙ্গে মোকাবিলা করুন এবং সাহায্যের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিন।
গাড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর (০২-৯৫৫৫৫৫৫ অথবা ০১৭৩০৩৩৬৬৯৯) দৃশ্যমান স্থানে বড় অক্ষরে লিখে রাখুন।
এছাড়া পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের দ্রুত সেবা পেতে ৯৯৯-এ ফোন করতে পারেন।
তথ্য সুত্র : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
আরকে//