ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ১১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৫২ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

সোমালিয়ার মোগাদিসুতে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন এবং এ ঘটনায় আরও কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। দেশটির রাজধানী মোগাদিসুর কাছে এক আত্মঘাতী বোমা হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার একটি হোটেলের কাছে এ হামলার ঘটনা ঘটে।

ওই হামলায় ওই এলাকায় প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয় এবং পাশের দুটি রেস্টুরেন্ট ধবংস হয়ে যায়। ওই এলাকার আকাশ ধোয়ায় কালো হয়ে যায়।

আইমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক আব্দুল কাদির আদনান বলেন, এই হামলায় নিহত হয়েছেন ১১ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। মোগাদিসুতে প্রায় জঙ্গিগোষ্ঠী আল কায়দা হামলা করে থাকে। এই সন্ত্রাসী গোষ্ঠীটি সরকারের বিপক্ষে দীর্ঘ দিন ধরে হামলা চালিয়ে আসছে। এই এলাকাটি শহরের গুরুত্বপূর্ণ ব্যবসায়ী এলাকা ও ব্যস্ত সড়ক হিসিবে দেশটিতে পরিচিত।

তথ্যসূত্র; আল জাজিরা।

এসএইচ/