স্বপ্ন সত্যি হল সুলশারের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৪১ এএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার
স্বপ্ন সত্যি হল উলে গুনার সুলশারের। কিংবদন্তি স্যর অ্যালেক্স ফার্গুসন, বিখ্যাত জোসে মোরিনহোদের মতো তিনিও ম্যানচেস্টার ইউনাইটেডের স্থায়ী কোচ হলেন। ভারপ্রাপ্ত থেকে স্থায়ী কোচ হিসেবে তিন বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছে ম্যানইউ।
ব্যর্থতার দায়ে মোরিনহো বরখাস্ত হওয়ার পরে সুলশারকে শুধু এই মৌসুমের জন্য তত্ত্বাবধায়ক কোচ করা হয়। ম্যানইউ’র এই প্রাক্তন ফুটবলার তখন বলেছিলেন, ‘এমন ঐতিহাসিক একটা ক্লাবে স্থায়ী কোচ হওয়ার স্বপ্ন অনেকে দেখেন। সেটাই স্বাভাবিক। ফুটবল বিশ্বে এই পদে যোগ্য লোকের সংখ্যা কম নয়। তবে এটাও স্বীকার করছি, এই স্বপ্ন যারা দেখেন তাদের একজন আমিও।’
গত ডিসেম্বরে সুলশার দায়িত্ব নেওয়ার পরে ম্যানইউ কিন্তু রীতিমতো সফল। চ্যাম্পিয়ন্স লিগ প্রি-কোয়ার্টার ফাইনালে বড় অঘটন ঘটিয়ে প্যারিস সাঁ জারমাঁ’র বিরুদ্ধে জয়টা তো বিরাট একটা ব্যাপারই। এছাড়া, তিনি আসার পরে ১৯টি ম্যাচ খেলে ১৪টিতে জিতেছে ‘দ্য রেড ডেভিলস’।
শুধু তাই নয়, ম্যানইউ’র ইতিহাসের প্রথম কোচ হিসেবে প্রথম ছয় লিগ ম্যাচে জয়ের স্বাদ পান সুলশার। এছাড় খেলোয়াড় সুলশার ম্যানইউ’র ইতিহাসে কিংবদন্তিতুল্য। এই ক্লাবের হয়ে ৩৬৬ ম্যাচ খেলে ১২৬ গোল করা সোলসকায়েরকে সবাই মনে রেখেছে ১৯৯৯ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে শেষ মুহূর্তে গোল করে দলের ট্রেবল জয় নিশ্চিতের জন্য।
চাকরি স্থায়ী হওয়ায় দারুণ খুশি সুলশার। প্রতিক্রিয়ায় বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার হতে পারা বিরাট সম্মানের। যে সম্মান খেলোয়াড় জীবনে পেয়েছি। এমনকি ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগও জিতিয়েছি। এবার সেই একই ক্লাবে কোচিং জীবনও শুরু করব। এই দায়িত্ব পাওয়ার স্বপ্ন আমি কিন্তু চিরকাল দেখেছি। তাই ক্লাবের সঙ্গে দীর্ঘ চুক্তি হওয়ায় কতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারব না। ভক্তেরা চায়, ক্লাব সব জায়গায় সফল হোক। আশা করি সেই চাহিদা পূরণ করতে পারব।’
সূত্র: লাইভস্কোর ডটকম
একে//