ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে তাড়াব : অমিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার

লোকসভা ভোটের আগে রাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপি প্রার্থী জন বার্লার সমর্থনে শুক্রবার আলিপুরদুয়ারে নির্বাচনি প্রচারে আসেন অমিত। সভামঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। অমিত বলেন, “এই নির্বাচন শুধু দেশ নয়, বাংলার পক্ষেও খুবই গুরুত্বপূর্ণ।” পাশাপাশি তিনি এটাও জানান, মমতার সন্ত্রাস থেকে কেউ যদি বাংলাকে বাঁচাতে পারেন, সে একমাত্র নরেন্দ্র মোদি। বিজেপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রসঙ্গও তুলে ধরে অমিতের হুঁশিয়ারি, “আমাদের থামানো যাবে না, যত পারেন গুন্ডা নামান, আমরা জিতবই।”

বাংলা থেকে তৃণমূলকে উপড়ে ফেলতে হবেও বলে হুঙ্কার ছাড়েন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বলেন, “বাংলায় আগামী দিনে গণতন্ত্র থাকবে কিনা, তা ঠিক করবে এই নির্বাচন।”

সভামঞ্চ থেকে অমিত শাহ যা বললেন—
মোদিজি পাকিস্তানে ঢুকে জঙ্গিদের মেরেছেন। পাকিস্তানের রাগ হওয়া উচিৎ। কিন্তু মমতা কেন রাগ দেখাচ্ছেন? মোদি সরকার জঙ্গিদের ছাড়বে না।


তথ্যসূত্র: আনন্দবাজার।

এসএইচ/