ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল

হাজী দানেশকে ৪-২ ব্যবধানে হারিয়ে জয় পেয়েছে ইবি

গবি সংবাদদাতা 

প্রকাশিত : ০৪:৫০ পিএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার | আপডেট: ০৫:০৮ পিএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস  চ্যাম্পিয়ন-১৯ ফুটবলের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যকার ম্যাচটি ৪-২ ব্যবধানে জয় পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। শনিবার (৩০ মার্চ) সকাল ১১টায় গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণে ম্যাচটি অনুষ্ঠিত হয়

খেলার ৪ মিনিটে সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন হাজী দানেশের ৮ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়। ২ মিনিট ব্যবধানে ওই একই খেলোয়াড়ের দুর্দান্ত শট রুখে দেন ইবির গোল রক্ষক।

নান্দনিক খেলার মাধ্যমে বেশ কিছু সুযোগ পায় হাবিপ্রবি বিশ্ববিদ্যাল। এছাড়াও বেশ কিছু কাউন্টার এ্যাট্রাকের সুযোগ পেলেও কোন দলই কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধের খেলা গোল শূন্য ব্যবধানে শেষ হয়। পেনাল্টি শট আউটে (৪-২) ব্যবধানে জয় পায় ইসলামী বিশ্ববিদ্যালয়।

এর আগে উদ্বোধনী ম্যাচে ফারইস্ট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে (৫-০) ব্যবধানে জয় পায়।    

এ সময় গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ডা. লায়লা পারভিন বানু, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন ডা. হাসিন অনুপমা আজহারী, রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক পরিচালক ডা. মেজবাহ্ উদ্দিন উপস্থিত ছিলেন।  

গণ বিশ্ববিদ্যালয় ভেন্যুতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১৮টি খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের আসরে সরকারি-বেসরকারি মোট ৬৫টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে।

কেআই/