ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

সারাদেশে সংগ্রাম কমিটি গঠনের আহ্বান জানানো হয় ৭১এর এইদিনে

প্রকাশিত : ১২:২৩ পিএম, ৪ মার্চ ২০১৬ শুক্রবার | আপডেট: ১২:২৮ পিএম, ৪ মার্চ ২০১৬ শুক্রবার

৪ মার্চ ১৯৭১। স্বাধীনতার দাবিতে উত্তাল পুরো দেশ। বঙ্গবন্ধুর ডাকে চলছে লাগাতার হরতাল। আন্দোলনের পাশাপাশি, গোপনে চলে সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি। একাত্তরের এই দিনে ঢাকাসহ সারাদেশেই সংগ্রাম কমিটি গঠনের আহ্বান জানানো হয়। এর উদ্যোক্তা ছিল ডাকসু ও ছাত্রলীগ। শোষন মুক্তির আন্দোলনের বারুদ ছড়িয়ে পড়েছিল গোটা পূর্ব বাংলায়। marchদেশব্যাপী লাগাতার হরতালের তৃতীয় দিন। বঞ্চিত ও শোষিত বাঙালী তখন ক্রমেই ফুঁসে উঠছিল পাকিস্তানি শাসকগোষ্ঠির বিরুদ্ধে। জনতার সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রেসক্লাবে জরুরী সভা করে পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়ন। সরকার সংবাদ প্রকাশে বিধি তুলে না নিলে, তা লংঘনের ঘোষণা দেয়া হয় সভায়। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সমাবেশে প্রেসিডেন্ট ইয়াহিয়ার প্রস্তাবিত সম্মেলন প্রত্যাখ্যান করা হয়। এদিন খুলনা শহর ও আশপাশের এলাকায় ঘটে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা। একটি বন্দুকের দোকান লুঠ করে বিক্ষুব্ধ জনতা। আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিলে পাকিস্তানীরা গুলি চালালে ঘটনাস্থলেই শহীদ হন ৩ জন। বাড়তে থাকে ক্ষোভ। কারফিউ দিয়েও সামরিক জান্তা বীর বাঙালীকে ঘরে আটকে রাখতে পারেনি। তাই গোপনে করতে থাকে বাঙালী হত্যার পরিকল্পনা। এদিকে আন্দোলনের পাশাপাশি ৭ই মার্চের জনসভা সফল করতে দফায় দফায় বৈঠক করেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা।