বনানীতে অগ্নিকান্ডের ঘটনায় মামলা দায়ের (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার
এফ আর টাওয়ারের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বনানী থানায় মামলা হয়েছে। সকালে ডিএমপি কমিশনার জানিয়েছেন, দোষীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে জানায়, এফআর টাওয়ারে অগ্নি নির্বাপণ যন্ত্র থাকলেও তা ছিলো অর্পযাপ্ত ও অকার্যকর। বন্ধ ছিলো ইমার্জেন্সি এক্সিটও।
বনানীর এফআর টাওয়াওে গেল ২৮ মার্চ ভয়াবহ অগ্নিকান্ডে মারা যান ২৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আরো একজনের।
দুর্ঘটনার পর থেকেই ভবনটি দাড়িয়ে আছে বিধ্বস্থ অবস্থায়। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণারয় গঠিত তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে আসেন। পুড়ে যাওয়া ফ্লেরগুলো পরিদর্শন করেন তারা।
ভবন পরিদর্শন শেষে তদন্ত দলের সদস্যরা জানান এফআর টাওয়ারের অগ্নিনির্বাপন যন্ত্র অকার্যকর ছিলো এবং জরুরি বর্হিগমন পথ বন্ধ ছিলো।
একই সময়ে দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তদন্ত কমিটিও ভবনটি পরিদর্শন করেন।
এফআর টাওয়াওে অগ্নিকান্ডের সময় ৮,৯,১০ নম্বও ফ্লোওে যারা ছিলেন তাদেও বক্তব্য নেয়া হবে বলেও জানান তারা।
এদিকে চকবাজারে একমুখী যান চলাচলের ট্রাফিক ব্যবস্থার উদ্বোধনি অনুষ্ঠানে ডিএমপি কমিশনার জানান ,বনানীর ঘটনায় মামলা হয়েছে।