জুডোতে বিজিবি চ্যাম্পিয়ন
সাভার প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার
বাংলাদেশ জুডো ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘স্বাধীনতা দিবস জুডো প্রতিযোগিতা-২০১৯’ এ বর্ডার গার্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপি পুরুষ ও মহিলা উভয় গ্রুপে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।
বিকেএসপি মহিলা দল ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি তাম্র পদক ও পুরুষ দল ১টি স্বর্ণ, ৪টি তাম্র পদক নিয়ে রানার আপ হয়। পুরুষ গ্রুপে বর্ডার গার্ড বাংলাদেশ ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও মহিলা গ্রুপে বাংলাদেশ আনসার ৫টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ১টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশীদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পদক ও ট্রফি তুলে দেন। এর আগে শনিবার সকালে দিনব্যাপি এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জুডো ফেডারেশনের সহ-সভাপতি সৈয়দা জান্নাত আরা, চেয়ারম্যান টুরানামেন্ট কমিটি ও পুলিশ সুপার, সিআইডি, বাংলাদেশ পুলিশ। এসময় আরও উপস্থিত ছিলেন জুডো ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম সেলিম।
প্রতিযোগিতায় বিজিবি,পুলিশ, আনসার, ভিডিপি ও বিকেএসপিসহ মোট ৫টি দলের ৫২ জন পুরুষ ও ৩৮ জন মহিলাসহ মোট ৯০ জন খেলোয়াড় পুরুষ বিভাগে ৭টি ও মহিলা বিভাগে ৭টি ওজন শ্রেণিতে অংশগ্রহণ করেন।
কেআই/