ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

নিপার সু-চিকিৎসার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৪ এএম, ৩১ মার্চ ২০১৯ রবিবার

যশোরের শার্শায় সড়ক দূর্ঘটনায় পা হারানো ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী মিফতাহুল জান্নাত নিপার সুচিকিৎসা ও ক্ষতিপূরণসহ ৫ দফা দাবিতে অনশনের আল্টিমেটাম দিয়েছে শার্শার সাংবাদিকেরা।

শনিবার সকাল সাড়ে ১১টায় শার্শা উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভায় আগামী ৭ এপ্রিল এ অনশনের ঘোষণা দেওয়া হয়।

সভায় সাংবাদিকরা শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্বতা ঘোষণা করে বলেন, আগামী ৭ এপ্রিলের মধ্যে প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হলে শার্শা উপজেলা সাংবাদিকরা আগামি (৭ এপ্রিল) রোববার সকালে যশোর-বেনাপোল মহাসড়কে ৫ দফা দাবি আদায়ে অনশন কর্মসূচি পালন করবে।

যশোরের শার্শার নাভারনে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের পিকআপ জিপের (ঢাকা-মেট্রো-১৫-১১৭৯) চাপায় পা হারানো মেধাবী স্কুল ছাত্রী নিপাকে প্রশাসন থেকে উল্লেখ্যযোগ্য সহযোগিতা করা হচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার চিকিৎসা খরচসহ সকল সহযোগিতার আশ্বাস দিলেও ভুক্তভোগী পরিবারটিকে উল্লেখ্যযোগ্যভাবে কোন আর্থিক সহযোগিতা করা হচ্ছে না। আর চালকেও এখনো পর্যন্ত পুলিশ আটক করতে পারেনি। দূর্ঘটনায় পা হারানো নিপা একজন সাংবাদিক পরিবারের সন্তান।

আশ্বাস মিললেও চিকিৎসা খরচসহ প্রয়োজনীয় সকল সহযোগিতা পাচ্ছে না নিপা। ঘটনার দিন জেলা প্রশাসক নিজে ও নাভারনে শিক্ষার্থীদের এক মানববন্ধনে শার্শা নির্বাহী কর্মকর্তা প্রশাসনের পক্ষ থেকে সকল চিকিৎসাসহ ও আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন। কিন্তু ঘটনার ১০দিন পার হলেও নিপার পরিবার সেই অর্থে আর্থিক সহযোগিতা পাননি। জেলা প্রশাসন থেকে মাত্র দশ হাজার টাকা দেয়া হয়েছে। এ পর্যন্ত খরচ হয়েছে দেড় লাখ টাকা। কৃত্রিম পা লাগিয়ে সম্পূর্ণ সুস্থ হতে ১২ থেকে ১৫ লাখ টাকা প্রয়োজন হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শার্শা উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি প্রভাষক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, শার্শা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মুন্নাফ, সাধারণ সম্পাদক ইয়ানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক এম এ রহিম, যুগ্ন-সম্পাদক দেবুল কুমার দাস, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, বেনাপোল বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আজিজুল হক, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান,বাগআঁচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশাদুজামান নয়ন, বেনাপোল প্রেসক্লাবের দফতর সম্পাদক শেখ নাসির উদ্দিন, আশরাফ আলী, বন্দর প্রেস ক্লাবের জহিরুল ইসলাম রিপন, বেনাপোল প্রতিদিনের সম্পাদক আবু সালেহ মো: শাওন প্রমুখ।

উল্লেখ্য, গত ২০ মার্চ সকালে নাভারণ বুরুজবাগান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্রী মিফতাহুল জান্নাত নিপা স্কুলের সামনেই বেনাপোলগামী বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি দ্রুতগামী পিকআপ জীপ স্কুলছাত্রীদের বহনকারী ভ্যানে ধাক্কা দিলে তিনজনেই ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় নিপার ডান পা মারাত্মক জখম হয় পরে হাসপাতালে নেওয়ার পর ডান পা শরীর থেকে কেটে ফেলতে হয়। এছাড়াও নিপার দুই হাত ও বাম পা ভেঙে গেছে। ভ্যানে থাকা সপ্তম শ্রেণির ছাত্রী স্মৃতি ও নবম শ্রেণির ছাত্রী রিপা ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

কেআই/