খাগড়াছড়ি হাসপাতালে শয্যা ও লোকবল সংকট (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২২ এএম, ৩১ মার্চ ২০১৯ রবিবার
প্রয়োজনীয় শয্যা ও লোকবল সংকটের কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে খাগড়াছড়ি সদর হাসপাতালের কার্যক্রম। নেই রোগ নির্ণয়ের কোনো যন্ত্রপাতি। পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীদের যেতে হয় দুরে কোথাও। ফলে চিকিৎসা-সেবা পেতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন পাহাড়ের বাসিন্দারা।
খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার দুর্গম পাহাড়ের দরিদ্র মানুষের চিকিৎসার একমাত্র ভরসা আধুনিক জেলা সদর হাসপাতাল। ২০১৮ সালে হাসপাতালটি একশ’ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনের তুলনায় খুবই কম লোকবল দিয়ে চলছে কার্যক্রম।
রোগী ও স্বজনরা জানান, চিকিৎসক সংকট এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি না থাকায় রোগীদের যেতে হয় চট্টগ্রামে। ফলে চরম দুর্ভোগে পড়েন তারা।
এদিকে লোকবল সংকটের কারণে সেবাদান ব্যবস্থা ভেঙে পড়েছে বলে জানান চিকিৎসকরাও।
আর সংকটের কথা স্বীকার করে তা সমাধানের চেষ্টা চলছে বলে আশ্বস্ত করেছেন জেলা সিভিল সার্জন।
পুরো জেলায় যেখানে প্রয়োজন ১৩০ জন চিকিৎসক, সেখানে রয়েছেন মাত্র ৬৮ জন। সংকট কাটাতে শিগগিরই কার্যকর উদ্যোগ নেয়ার দাবি পাহাড়ের বাসিন্দাদের।