সালমান এফ রহমান
‘সুদহার আমরা সিঙ্গেল ডিজিটে আনব’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৩৪ এএম, ৩১ মার্চ ২০১৯ রবিবার
প্রধানমন্ত্রীর বেসরকারিখাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘ডাবল ডিজিটে সুদ দিয়ে ব্যবসা করা যায় না। তাই সুদহার আমরা সিঙ্গেল ডিজিটে আনব। এটাই আমাদের কাছে প্রধানমন্ত্রীর নির্দেশ।’
আজ রোববার (৩১ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথম জাতীয় শিল্পমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সামনে যে ডেল্টা প্লান দিয়েছেন সেটি অর্জন করতে হলে আগামীতে আমাদের তার থেকে বেশি কাজ করতে হবে। এখন আমরা র্যাংকিংয়ে ১৭০ এ আছি। আশা করি জুলাই মাসে বিশ্বব্যাংক যখন নতুন প্রতিবেদন দেবে তখন আশা করি আমাদের র্যাংকিং ১২০-১৫ তে চলে আসবে।’
সালমান এফ রহমান বলেন, ‘আগামী ১০-১২ দিনের মধ্যে আমরা উদ্যোগ নিয়েছি। অনলাইনে কোনো কোম্পানি গঠনের প্রক্রিয়া আমরা দুই ঘণ্টার মধ্যে করতে পারব। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে। আমরা এখন অনেক কাজ অনলাইনে করতে পারব।’
তিনি আরও বলেন, ‘চামড়া শিল্পে আমাদের বিরাট সুযোগ আছে। সাভারে বিরাট ভালো একটা শিল্পনগরী গড়ে উঠেছে। আগামী জুন মাসের মধ্যে এই চামড়া শিল্পের যে সমস্যা রয়েছে সেগুলোর সমাধান হয়ে যাবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সচিব আবদুল হামিদ, এফবিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এসএ/