ইভিএমে ভোটারের স্বস্তি (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:২০ পিএম, ৩১ মার্চ ২০১৯ রবিবার
চতুর্থ ধাপে ছয় জেলার ৬ উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোট হচ্ছে। এদিকে কক্সবাজার, বাগেরহাট, ফেনী, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ ও পটুয়াখালী সদর উপজেলার ভোটাররা ইভিএমে ভোট দিচ্ছেন। কোন সমস্যা ছাড়াই দ্রুত ভোট দিতে পেরে খুশি ভোটাররা। কর্মকর্তারা বলছেন, ইভিএমে ভোট স্বচ্ছ ও দ্রুত ফল ঘোষণা সম্ভব।
এবার ৬টি সদর উপজেলার সব কেন্দ্রে ইভিএমে ভোট দিচ্ছেন ভোটাররা।
কক্সবাজার সদরে ইভিএমে ভোট দিতে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের বিশাল লাইন। ২লাখ ৫৬ হাজার ৬৪৪ ভোটার ইভিএম পদ্ধতিতে ১০৮টি কেন্দ্রে ভোট দিচ্ছেন সতস্ফুর্তভাবে।
ময়মনসিংহ সদর উপজেলার ১০০টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট চলছে।
মুন্সিগঞ্জে ১১৬টি কেন্দ্রে সতস্ফুর্তভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। তারা জানান এ পদ্ধতিতে জাল ভোটের আশংকা থাকে না।
১২৭ টি কেন্দ্রে ফেনী সদর উপজেলায় ইভিএম-এ ভোট হচ্ছে।
পটুয়াখালীর সদর উপজেলার ৮৩ টি কেন্দ্রেও, প্রযুক্তির ব্যবহারে কোন সমস্যা ছাড়াই দ্রুত ভোট দেয়ার কথা জানালেন ভোটাররা।
বাগেরহাট সদর উপজেলায় ৯১ টি কেন্দ্রে ইভিএম-এ ভোট হচ্ছে। নির্বাচন কর্মকর্তা জানালেন, ইভিএম এ ভোট স্বচ্ছ হচ্ছে।
ভোট সুষ্ঠু করতে কেন্দ্রগুলোতে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।