ঝিনাইদহে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
প্রকাশিত : ০২:২৫ পিএম, ১৭ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ০২:২৫ পিএম, ১৭ অক্টোবর ২০১৬ সোমবার
ঝিনাইদহের কোটচাঁদপুরের মামুনশিয়া গ্রামে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে তারা ডুবে যায়। বেশ কিছুক্ষণ পর পুকুরের পানিতে তাদের মৃতদেহ ভেসে ওঠতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। শিশুরা হলো মামুনশিয়া গ্রামের জয়নাল মন্ডলের সন্তান রিয়া ও নিরব ও একই গ্রামের ননী মন্ডলের ছেলে মুরাদ। ৩ শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।